ইপিআই টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৫।

আগামী পহেলা সেপ্টেম্বর 2025 থেকে নয় মাস বয়স থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত যারা শিশু রয়েছেন তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে ইপিআই টাইফয়েড টিকা দেওয়া হবে।

এর জন্য প্রয়োজন হবে ডিজিটাল জন্মসনদ এবং অনলাইনে রেজিস্ট্রেশন। আজকের আর্টিকেলে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখানো হলো।

রেজিস্ট্রেশন শুরু করার আগে যা দরকার হবে

  • শিশুর ডিজিটাল জন্মসনদ নাম্বার (১৭ ডিজিট)
  • একটি সক্রিয় মোবাইল নাম্বার
  • ইমেইল এড্রেস (থাকলে)
  • বর্তমান ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম ইত্যাদি)

রেজিস্ট্রেশন করার ধাপসমূহ

১. ওয়েবসাইটে প্রবেশ করুন

∆ মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজার ওপেন করুন।
∆ ইউআরএল বারে টাইপ করুন: vaxepi.gov.bd
∆ সার্চ করলে সবার ওপরে সরকারি ওয়েবসাইট চলে আসবে।

প্রবেশ করলে সামনে এইচপিভি ভ্যাকসিন এবং টাইফয়েড ভ্যাকসিন অপশন দেখা যাবে।

২. টিকা সিলেক্ট করুন

∆ এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করুন।
∆ এরপর দেখতে পাবেন অপশন: নিবন্ধন করুন এবং লগইন করুন
∆ প্রথমবার হলে অবশ্যই নিবন্ধন করুন এ ক্লিক করতে হবে।

৩. জন্মসনদ তথ্য দিন

∆ শিশুর জন্ম তারিখ দিন।
∆ শিশুর ডিজিটাল জন্মসনদের ১৭ সংখ্যার নাম্বার দিন।
∆ শিশুর লিঙ্গ (নারী/পুরুষ) সিলেক্ট করুন।
∆ ক্যাপচা কোড টাইপ করে যাচাই করুন এ ক্লিক করুন।

যাচাই করার পর শিশুর নাম, মায়ের নাম ও বাবার নাম দেখা যাবে।

৪. যোগাযোগ ও ঠিকানা তথ্য দিন

∆ মোবাইল নাম্বার দিন।
∆ ইমেইল এড্রেস দিন।
∆ পাসপোর্ট নাম্বার (থাকলে দিন)।
∆ বর্তমান ঠিকানা সঠিকভাবে সিলেক্ট করুন (বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম/মহল্লা, হোল্ডিং নাম্বার ইত্যাদি)।

সব তথ্য দেওয়ার পর সাবমিট করুন

৫. মোবাইলে ওটিপি যাচাই

∆ সাবমিট করার পর রেজিস্ট্রেশনে দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে।
∆ এসএমএস থেকে ওটিপি নিয়ে বক্সে টাইপ করুন।
এরপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।

সফল রেজিস্ট্রেশনের পর আপনি পাবেন একটি হেলথ আইডি

ভ্যাকসিন নিবন্ধন প্রক্রিয়া

রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে এবার টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে।

∆ ওয়েবসাইটে গিয়ে টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন করুন এ ক্লিক করুন।
এখানে দুটি অপশন আসবে:

  1. প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান শিক্ষার্থী
  2. শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে 15 বছরের শিশু

শিশুর অবস্থান অনুযায়ী সঠিক অপশন সিলেক্ট করুন।

যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হয়:

∆ বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন সিলেক্ট করুন।
∆ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম ড্রপডাউন থেকে সিলেক্ট করুন।
∆ সন্তানের কোন শ্রেণীতে পড়ে সেটা সিলেক্ট করে সাবমিট করুন।

যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত না হয়:

∆ শুধু বর্তমান ঠিকানা সিলেক্ট করুন।
∆ এরপর ভ্যাকসিন কেন্দ্র সিলেক্ট করে সাবমিট করুন।

ভ্যাকসিন কার্ড ডাউনলোড

∆ এখনো টিকার তারিখ প্রকাশ না হওয়ায় ফাঁকা দেখাবে।
∆ তবে আপনি এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন অপশনে ক্লিক করে কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করুন।
∆ প্রিন্ট করে রেখে দিন, পরবর্তীতে টিকা কেন্দ্রে নিয়ে যেতে হবে।

লগইন করে টিকার তারিখ চেক করুন

∆ আবার ওয়েবসাইটে গিয়ে লগইন করুন এ ক্লিক করুন।
∆ জন্ম তারিখ ও জন্মসনদ নাম্বার বা হেলথ আইডি দিয়ে লগইন করুন।
∆ রেজিস্ট্রেশনে ব্যবহৃত মোবাইল নাম্বার দিন, ক্যাপচা দিয়ে লগইন করুন।

লগইন হলে বিস্তারিত জানুন এ ক্লিক করে জানতে পারবেন:

  • টিকার নাম (টাইফয়েড)
  • টিকা নেওয়ার তারিখ

এছাড়া মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

উপসংহার

এভাবেই আপনি সহজেই আপনার শিশুর জন্য ইপিআই টাইফয়েড ভ্যাকসিনের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন একবারই করতে হবে, পরবর্তীতে শুধু লগইন করলেই হবে।

শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং নির্ধারিত তারিখে টিকা নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Review My Order

0

Subtotal