জন্ম নিবন্ধন কীভাবে করবেন | Birth Registration Process in BD

জন্ম নিবন্ধন কীভাবে করবেন | Birth Registration Process in BD

কেন জন্ম নিবন্ধন করা জরুরি ?

জন্ম নিবন্ধন শুধুমাত্র একটি সনদ নয় এটি একজন নাগরিকের আইনি অস্তিত্বের প্রমাণ। যা আপনি একজন বাংলাদেশী হিসেবে প্রথম সরকারি কোন ডকুমেন্টের নাম লেখানো। বাংলাদেশে জন্ম নিবন্ধন ছাড়া জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষা, চিকিৎসা কিংবা সামাজিক সুরক্ষা পাওয়া প্রায় অসম্ভব। তাই জন্মের পরপরই এই প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার সন্তানের নিবন্ধন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আবেদন করা খুব সহজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করবেন? কোথায় জমা দিবেন? কি কি লাগে আবেদন করতে? কতদিন সময় লাগে পেতে? এই সকল বিষয়ে।

জন্ম নিবন্ধন কী?

জন্ম নিবন্ধন হলো একটি সরকার অনুমোদিত প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তির নাম, জন্মতারিখ, স্থান এবং পিতামাতার নাম সরকারিভাবে নথিভুক্ত করা হয়। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার সন্তান অথবা আপনার নিকট আত্মীয় সকলে জন্ম অত্যন্ত জরুরী।

জন্ম নিবন্ধনের গুরুত্ব

  • জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করতে
  • স্কুল-কলেজে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণ
  • বিবাহ নিবন্ধন ও সম্পত্তি উত্তরাধিকার পেতে
  • সরকারি চাকরি বা ভাতা পেতে
  • বিদেশ ভ্রমণ ও ইমিগ্রেশন কাজে

কারা জন্ম নিবন্ধন করতে পারবেন?

  • সদ্যোজাত শিশু
  • যাদের পূর্বে জন্ম নিবন্ধন হয়নি (যেকোন বয়সে)
  • বিদেশে জন্ম হলেও বাংলাদেশি নাগরিক

প্রয়োজনীয় কাগজপত্র

সন্তানের জন্য:

  • প্রসব সনদ / হাসপাতালের জন্ম সনদ
  • টিকা কার্ড
  • পিতা মাতার জন্ম নিবন্ধন ডিজিটাল। জন্ম নিবন্ধন অবশ্যই ইংরেজি বাংলা দুই ভাষাতেই থাকতে হবে।
  • পিতা-মাতার NID / পাসপোর্ট
  • ঠিকানার প্রমাণ (যেমন: বিদ্যুৎ বিল)
  • একটি সচল মোবাইল নাম্বার

প্রাপ্তবয়স্কদের জন্য:

  • এসএসসি সার্টিফিকেট / বয়স প্রমাণপত্র
  • ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • পিতা-মাতার NID
  • আগের জন্ম সনদ (যদি থাকে)

জন্ম নিবন্ধন পদ্ধতি

জন্ম নিবন্ধন আবেদন এখন অনেক সহজ হয়ে গেছে। আমরা অনেকেই জানিনা যে জন্ম নিবন্ধন আবেদন কিভাবে করতে হয়। চলুন জেনে নিই কি ভাবে জন্ম নিবন্ধন এর আবেদন করতে হয়।

অনলাইন আবেদন

  1. https://bdris.gov.bd/br/application এ যান
  2. আবেদন ফর্ম পূরণ করুন
  3. কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন
  4. কনফার্মেশন কপি প্রিন্ট করে সংশ্লিষ্ট অফিসে জমা দিন
  5. যাচাইয়ের পর জন্ম সনদ প্রস্তুত হবে

অফলাইন আবেদন

জন্ম নিবন্ধন এর সকল বিষয় এখন অনলাইনে হয়ে গেছে তাই অফলাইনের আবেদন করা কম হয়। অফলাইনে আবেদন করলেও মোবাইলে ওটিপির জন্য মোবাইল নাম্বার দেয়া প্রয়োজন হয় তাই অফলাইন আবেদন না করাই ভালো।

  • নির্ধারিত ফর্ম সংগ্রহ করে হাতে লিখে পূরণ করুন
  • প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট অফিসে জমা দিন
  • যাচাই শেষে সনদ প্রদান করা হয়

নিবন্ধনের সময়সীমা ও ফি

  • জন্মের ৪৫ দিনের মধ্যে করলে ফি লাগে না
  • ৪৫ দিনের পর ফি নির্ধারিত (১০০–২০০ টাকা এলাকা ভেদে)

সাধারণ সমস্যাগুলো ও সমাধান

সমস্যাসমাধান
নাম বা জন্ম তারিখ ভুলসংশোধনের জন্য আবেদন করতে হবে
আবেদন Pending থাকেসংশ্লিষ্ট ইউনিয়ন অফিসে যোগাযোগ করতে হবে
অনলাইনে আবেদন করে জমা না দিলে বাতিলকনফার্মেশন কপি নিয়ে সময়মতো অফিসে জমা দিন

জন্ম নিবন্ধন যাচাই করবেন কীভাবে?

জন্ম নিবন্ধন যাচাই করতে হলে আপনাকে আপনার জন্ম নিবন্ধন দিয়ে যাচাই করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন নম্বর দিয়েই নিচে জন্ম নিবন্ধন যাচাই করার সহজ পদ্ধতি গুলো তুলে ধরা হলো প্রথমে আপনাকে এক নম্বর থেকে শুরু করতে হবে।

  1. https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইটে যান
  2. জন্ম নিবন্ধন নম্বর ও জন্মতারিখ দিন
  3. কেপচা পূরণ করে “Verify” বাটনে ক্লিক করুন
  4. আপনার তথ্য স্ক্রিনে দেখাবে

জন্ম নিবন্ধন সংশোধন করবেন কীভাবে?

জন্ম নিবন্ধন এর কোন অংশে যদি ভুল থাকে তাহলে জন্ম নিবন্ধন সংশোধন করার প্রয়োজন হয় এখন জন্ম নিবন্ধন সংশোধন করা খুবই সহজ হাতে টাকা মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে জন্ম নিবন্ধন সংশোধন করা যায় আপনি নিচে ধাপগুলো অনুসরণ করে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন।

  • সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদন ফর্ম পূরণ করুন
  • ভুল প্রমাণসহ কাগজপত্র দিন (যেমন: এসএসসি সার্টিফিকেট)
  • নির্ধারিত ফি প্রদান করুন
  • অনলাইনেও সংশোধনের আবেদন করা যায়: https://bdris.gov.bd/br/edit

টিপস: দ্রুত জন্ম নিবন্ধন পেতে

  • সঠিক তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখুন
  • ইউনিয়ন অফিসে সময়মতো যোগাযোগ করুন
  • অনলাইন আবেদন করলেও অফিসে ফিজিক্যালি কাগজ দিতে হবে
  • ভুল বানান, ভুল তারিখ এড়িয়ে চলুন

ব্যক্তিগত অভিজ্ঞতা

আমি নিজে অনলাইনে আবেদন করে সহজেই জন্ম নিবন্ধন পেয়েছি। তবে ভুল তথ্য দিলে আবেদন দীর্ঘ হয়। তাই আগে থেকে NID, SSC সনদ অনুযায়ী মিলিয়ে নেওয়াই ভালো।আমরা কোথা থেকে তথ্যগুলো সংরক্ষণ করে থাকি আমি ইউনিয়ন পরিষদের চাকরি করার মাধ্যমে আমি আপনাদের মাঝে এই সেবাগুলো সহজে তুলে ধরতে পারি কারণ আমি প্রতিদিন বিভিন্ন জন্ম নিবন্ধন আবেদন করে থাকি তাই এই সকল বিষয়গুলো আমার জানা আছে।

কোথা থেকে তথ্য সংগ্রহ করা ?

আমরাই তথ্যগুলো কোথা থেকে সংরক্ষণ করি যেগুলো আপনাদের এ পর্যন্ত দেওয়া হয়েছে

আমরা বিভিন্ন অফিসে গিয়ে তথ্য সংরক্ষণ করি যেমন জাতীয় পরিচয় পত্রের জন্য নির্বাচন অফিস থেকে গিয়ে তথ্য সংরক্ষণ করে থাকি এবং বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংরক্ষণ করি।

সচরাচর জিজ্ঞাসা (FAQs)

১. জন্ম নিবন্ধন ফ্রি নাকি?
জন্মের ৪৫ দিনের মধ্যে করলে ফ্রি। পরে করলে নির্ধারিত ফি।

২. কতদিনে জন্ম সনদ পাওয়া যায়?
সাধারণত ৭–১৫ দিনের মধ্যে।

৩. শুধু অনলাইনে করলেই হবে?
না, অনলাইনের পাশাপাশি কাগজপত্র অফিসে জমা দিতে হয়।

৪. দুইটা জন্ম সনদ থাকলে কী করবো?
ভুলটি বাতিল করে সংশোধনের আবেদন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Review My Order

0

Subtotal